ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

আলোচিত সেই মাফলার বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২৫
আলোচিত সেই মাফলার বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব

শনিবার এই ছবি শেয়ার করে মাফলার বিক্রির কথা জানান প্রেস সচিব

নিজের বিরুদ্ধে অনিয়মের কোনো অভিযোগ তোলা নিউজ বা ভিডিও প্রায় ফেসবুকে শেয়ার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত কয়েকদিন ধরে তার ব্যবহৃত মাফলার নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেস সচিব। 

শনিবার (১ ফেব্রুয়ারি) মাফলার পরিহিত দুটি ছবি শেয়ার করে ফেসবুকে এক পোস্টে রসিকতা করে তা বিক্রির কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলোচিত ও সমালোচিত বারবেরি মাফলারটি তার আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য - বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন।”

“পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। মাফলারটি দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেওয়া হবে।” 

মফলার বিক্রির কথা জানিয়ে রসিকতাও করেন প্রেস সচিব


এর আগে প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কেউ কেউ দাবি করেন মাফলারটির দাম ৮৬ হাজার ৬০০ টাকা। অবশ্য ওই পোস্টে কেউ কেউ রসিকতাও করেন। 

প্রেস সচিবের শেয়ার করা আজকের পোস্টেও এসেছে নানা ধরনের মন্তব্য। 

মেদেহী হাসান পলাশ নামে একজন সেখানে লিখেছেন, “ভাই চাদর আর চশমাটা কোন ব্র্যান্ডের আর কত দামের যদি জানিয়ে দেন তাহলে কিছু মানুষের অনুসন্ধানের কষ্ট আর করতে হয় না।” 

রুদ্র অহম নামে আরেকজন লিখেছেন, “নিলাম কি ভারতে হবে নাকি গুলিস্তান? না মানে, আমি উপস্থিত থাকতে চেয়েছিলাম কিন্তু আমার ভারতের ভিসা নেই।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস সচিবের ওই পোস্টটি শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি এবং সেখানে হা হা রিয়েক্ট দিয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

ঢাকা/ইভা


সর্বশেষ

পাঠকপ্রিয়