ভোটার তালিকা হালনাগাদে ছুটির দিনেও খোলা থাকবে ইসি অফিস

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ২০ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে (রাজস্ব, আউটসোর্সিং, সংযুক্ত ও দৈনিক ভিত্তিতে নিয়োজিত) ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রটোকল টিমের সদস্য, দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদেরও নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে এনআইডি মহাপরিচালক, চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ঢাকা/হাসান/এনএইচ