ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশনের’ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এটি কমিশনের প্রথম বৈঠক। বৈঠকে নাসীরুদ্দীন পাটোয়ারির নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটিও অংশ নিয়েছে।

বৈঠক শুরুর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “জুলাই-আগস্টে যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান হলো তার পরবর্তীতে বাংলাদেশের পুনর্জন্ম। একটা পলিটিক্যাল সলিউশনে আমরা যাচ্ছি।”

আরো পড়ুন:

শফিকুল আলম বলেন, “আমরা আশা করছি, ছয়টা কমিশন যে রিপোর্ট দিয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ হবে। ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলো সাইন বা স্বাক্ষর করবে। সেই সাইন ডকুমেন্টটা হবে জুলাই চাটার্ড। সেই জুলাই চাটার্ডের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনের তারিখটা কবে হবে।”

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের ‘জাতীয় ঐকমত্য মিশন’ গঠন করা হয়।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়