ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স

গঙ্গার পানি, সার্কসহ দ্বিপক্ষীয় উদ্বেগ নিয়ে ঢাকা-দিল্লি বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২৩:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
গঙ্গার পানি, সার্কসহ দ্বিপক্ষীয় উদ্বেগ নিয়ে ঢাকা-দিল্লি বৈঠক

ওমানের মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর বৈঠক করেন। ছবি: পিআইডি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ওমানের রাজধানী মাস্কটে বৈঠক করেছেন। এ সময় গঙ্গার পানি বণ্টন, সার্কসহ দুই দেশের পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে এক পার্শ্ব বৈঠকে তৌহিদ হোসেন ও জয়শংকরের মধ্যে আলোচনা হয়েছে।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ পারস্পরিক উদ্বেগ ও স্বার্থসম্পর্কিত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে তারা আলোচনা করেছেন। এ সময় গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের জন্য নতুন করে আলোচনা শুরুর ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ছাড়া তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্বও তুলে ধরেন এবং এই বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্বিতীয় দফায় তৌহিদ-জয়শঙ্করের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে পার্শ্ব বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, তা স্বীকার করেছে এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। নয়াদিল্লিতে চার দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ওমানের মাস্কটে ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি ভারত সরকার এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ওমান সালতানাত সরকারের আয়োজনে চলমান অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) যোগ দিচ্ছেন। অষ্টম আইওসি-এর থিম হলো ‘নৌ অংশীদারত্বের নতুন দিগন্তের যাত্রা’। পররাষ্ট্র উপদেষ্টা ‘মেরিটাইম সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ’ বিষয়ে এক প্লেনারি সেশনে বক্তৃতা করেন।

মেরিটাইম সরবরাহ শৃঙ্খলের দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়ীত্বকে বিপন্নকারী বহুবিধ চ্যালেঞ্জ এবং বাধা অতিক্রম করে স্থিতিশীলতা বাড়িয়ে ক্ষেত্রটি শক্তিশালীকরণের জন্য প্রয়োজনীয় সমন্বিত দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন তৌহিদ হোসেন।

সমুদ্রযাত্রীদের জন্য ভিসা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার আহ্বান রাখেন তৌহিদ হোসেন। মেরিটাইম সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলেন তিনি।

সার্ক, বিমসটেক ও আইওআরএ-সহ ত্রিশটিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা মাস্কট সম্মেলনে অংশ নিয়েছেন।

অষ্টম আইওসি-এর পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা ব্রুনাইয়ের দ্বিতীয় পররাষ্ট্র মন্ত্রী, ভিয়েতনামের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এবং তানজানিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের পর মাস্কট বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন অনেকে। সেখানে মুখোমুখি বসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর। 

ওমানের রাজধানী মাস্কটে চলছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলন, যার নাম ইন্ডিয়ান ওসান কনফারেন্স। অষ্টমবারের মতো এই সম্মেলন উদ্বোধন করেন জয়শংকর ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী।

মোদির যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর রয়েছে। সেখানে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন এলে তার উত্তর দেওয়ার ভার মোদির ওপর ছেড়ে দেন ট্রাম্প। তবে বাংলাদেশ নিয়ে একটি কথা বলেননি সাংবাদিকদের। তবে ভারতের তরফে বলা হচ্ছে, দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে মোদি তার উদ্বেগের কথা ট্রাম্পকে বলেছেন। 

অবশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা (ভারত) বাংলাদেশবিরোধী গল্প ট্রাম্পকে খাওয়াতে পারেনি। 

এই অবস্থায় মাস্কটে ঢাকা-দিল্লি বৈঠকে কী নিয়ে আলোচনা হলো, সে বিষয়ে সবার নজর তো রয়েছে। সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেন ও জয়শংকের পার্শ্ব বৈঠকে কথা বলেন।

১৭ ফেব্রুয়ারি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

ঢাকা/হাসান/এনএইচ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়