ঢাকা     বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

রোজায় মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
রোজায় মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার অনুরোধ

মুহাম্মদ ফাওজুল কবির খান।

আসন্ন রমজান ও গ্রীষ্মকালে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির (শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র) তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

এসব তদারকির জন্য সারা দেশে নিয়ন্ত্রণ দল গঠন করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিসি সম্মেলনে অংশ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘‘গ্রীষ্মে লোডশেডিং কমাতে সচিবালয়ে এসির ডিগ্রি ২৫-২৬ তে রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে রাখতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেবে বিদ্যুৎ মন্ত্রণালয়। একই চিঠি যাবে বাংলাদেশ ব্যাংকে। আর ধর্ম উপদেষ্টার মাধ্যমে মসজিদে এ নিয়ে বয়ান দেওয়ার অনুরোধ করা হবে।’’

ফাওজুল কবীর বলেন, ‘‘আসছে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ-এর কারণে যাতে সেচের সমস্যা না হয়, তা তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেচ কাজকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সঞ্চালন বাড়াতে চায় সরকার। শুধু সেচেই ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এটার ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ডিসিদের।’’

উপদেষ্টা আরো বলেন, ‘‘গ্যাস সংকট কাটাতে এলএনজি এবং কয়লা আমদানির সিদ্ধান্ত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের। এজন্য অর্থ ছাড় করতে চিঠি দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে।’’

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়