ঢাকা     বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

সরকারি চাকরিতে ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
সরকারি চাকরিতে ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বিধিমালা চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি জানায়, সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা-২০২৫ চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি। বিধিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য।

এছাড়া, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের জন্য কমিশনের দ্বিতীয় বিশেষ সভায় আলোচনা চলমান রয়েছে।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নিয়েও কমিশন আলোচনা চলছে।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়