ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

নৌ-উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের ফেডারেল মিনিস্টারের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১৪ মার্চ ২০২৫  
নৌ-উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের ফেডারেল মিনিস্টারের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম গভর্নিং বডির সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

শুক্রবার (১৪ মার্চ) উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সাথে পাকিস্তানের ফেডারেল মিনিস্টার চৌধুরী হোসাইন সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুইপক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার ট্যুরিজম সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ, প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি‌ এবং সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়সমূহ স্থান পায়। 

এসব বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে উভয়পক্ষ একমত হয়। এ লক্ষ্যে স্বল্পতম সময়ের মধ্যে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে বলেও অভিমত ব্যক্ত করা হয়।

পাস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ আলোচনা পর্বটি সমাপ্ত হয়।

সাক্ষাৎকারে অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান এবং জেনেভায় বাংলাদেশ মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়