৩৭তম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাছবীর-নাছিম
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

৩৭তম বিসিএস প্রকাশন ক্যাডার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. তাছবীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাছিম রেজা।
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়, সংযুক্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার মো. তাছবীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা।
অ্যাসোসিয়েনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ ) রাজধানীর ইস্কাটনের বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ভবনে (বিয়ামে) সদস্যেদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাসপিয়া তাসরিন, কোষাধ্যক্ষ নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত মো. কায়েসুর রহমানকে যুগ্ম সম্পাদক ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাংশায় কর্মরত মো. আমিনুল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
কমিটিকে ‘আংশিক কমিটি’ বলে বর্ণনা করে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে, অতি শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ঢাকা/মামুন/রাসেল