ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২০ মার্চ ২০২৫  
বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বাসগুলোর। বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ বাসগুলোতে ঘরমুখো মানুষেরা যাত্রা শুরু করবে আগামী ২৫ মার্চ থেকে।

বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপম সাহা জানিয়েছেন, ঈদের সময় বিশেষ ব্যবস্থায় বাস চালানোর বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য ৭৭৫টি বাস প্রস্তুত করা হয়েছে। আর ঢাকার বাইরে চলাচল করবে ৪৭০টি বাস। বিআরটিসির মোট ১২৪৫টি গাড়ি ঈদ স্পেশাল সার্ভিস হিসেব কাজ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসির অপারেশন বিভাগ জানায়, আজ ২০ মার্চ থেকে বিআরটিসির ডিপো থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্তের বাসের টিকিট অগ্রিম বিক্রি করা হবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকিট পাওয়া যাবে।
 
যে ডিপো থেকে যেসব রুটের বাস চলবে 

রাজধানীর মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটের বাসের টিকিট।

কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটের বাসের টিকিট।

গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটের বাসের টিকিট।

জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটের বাসের টিকিট।

মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটের বাসের টিকিট।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়