ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

‘ধনীদের সম্পদকে সুরক্ষিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২২ মার্চ ২০২৫  
‘ধনীদের সম্পদকে সুরক্ষিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে’

বিশিষ্ট আলেম-ওলামারা যাকাতের সেমিনারে বলেছেন, প্রতিটি মুসলিম ধনী ব্যক্তির সম্পদকে সুরক্ষিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে। যাকাত সঠিকভাবে আদায় না করলে তাদের সম্পদ ধ্বংস হবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ‘যাকাতের অর্থ সংগ্রহ ও প্রবৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মাহফুজুল হক, মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রহিম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, মহিউদ্দিন মাহিন, মো. আব্দুল হামিদ খান, উপ-পরিচালক হুমায়ুন কবির, আবুল কাশেম প্রমুখ।

আরো পড়ুন:

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বলেন, “আল্লাহর নির্দেশ মতে ধনী ও দরিদ্র মানুষের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে। দেশে প্রচলিত যাকাতের সুষম বণ্টন নিশ্চত করতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো যেতে পারে। আমাদের আলেম ও ওলামাগণ যাকাত যে ফরজ ইবাদত এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বোর্ড গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব আল্লামা মাহফুজুল হক বলেন, যাকাত আদায় ও বণ্টন আরো সুচারুরূপে করতে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। আমরা সেই চেষ্টা করতে বদ্ধপরিকর।

মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী বলেন, বাংলাদেশের মানুষ সঠিকভাবে যাকাত দিলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না। সঠিকভাবে যাকাত দিলে অন্তত দুই বছর পর আমাদের দেশে যাকাত নেওয়ার লোক থাকবে না।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়