ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্যারিসে হেলদি সিটি সামিটে ডিএনসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২২ মার্চ ২০২৫  
প্যারিসে হেলদি সিটি সামিটে ডিএনসিসি প্রশাসক

প্যারিসে আয়োজিত ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিটে’ অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ১৮-২১ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে ৬১টি শহরের প্রতিনিধিরা অংশ নেন।

সামিটে অংশগ্রহণের বিষয়ে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার অন্যতম বড় চ্যালেঞ্জ বায়ুদূষণ, যা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মোকাবিলা সম্ভব নয়।

আরো পড়ুন:

এ সময় শিল্পোন্নত দেশগুলোকে ঋণের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক আরো বলেন, “ঢাকাকে শুধু হেলদি বা গ্রিন নয় বরং ন্যায্যতার শহর হিসেবে গড়ে তুলতে হবে।”

এ লক্ষ্যে নগর ছাত্রাবাস, বিশ্রাম কেন্দ্র ও পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়