ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

প্যারিসে হেলদি সিটি সামিটে ডিএনসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২২ মার্চ ২০২৫  
প্যারিসে হেলদি সিটি সামিটে ডিএনসিসি প্রশাসক

প্যারিসে আয়োজিত ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিটে’ অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। ১৮-২১ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে ৬১টি শহরের প্রতিনিধিরা অংশ নেন।

সামিটে অংশগ্রহণের বিষয়ে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার অন্যতম বড় চ্যালেঞ্জ বায়ুদূষণ, যা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মোকাবিলা সম্ভব নয়।

এ সময় শিল্পোন্নত দেশগুলোকে ঋণের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:

ডিএনসিসি প্রশাসক আরো বলেন, “ঢাকাকে শুধু হেলদি বা গ্রিন নয় বরং ন্যায্যতার শহর হিসেবে গড়ে তুলতে হবে।”

এ লক্ষ্যে নগর ছাত্রাবাস, বিশ্রাম কেন্দ্র ও পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়