পল্টনে রান্নার সময় চুলার আগুনে দগ্ধ মা ও মেয়ে
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
রাজধানীর পল্টন কালভার্ট রোডের একটি বাসায় রান্না করার সময় চুলার ওপর পড়ে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন এক নারী। তাকে বাঁচাতে গিয়ে তার মেয়েও দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন-মা হোসনে আরা (৬৩) ও তার মেয়ে তাসলিমা সুলতানা (৩৪)। সোমবার (২৪ মার্চ) দুপুরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
উদ্ধারকারী একই ভবনের বাসিন্দা সালাউদ্দিন জানান, রান্নার সময় হোসনে আরা চুলার ওপর পড়ে গেলে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে তাসলিমাও সামান্য দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হোসনে আরার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, তাসলিমা সুলতানার শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে, যা গুরুতর নয়।
হোসনে আরার জীবন সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ঢাকা/এসবি