ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত যে সময়ে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৬ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫৮, ২৬ মার্চ ২০২৫
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত যে সময়ে 

প্রতি বছরের ন্যায় এবারো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বির দায়িত্ব পালন করবেন।

প্রথম জামাত: সকাল ৭টা
ইমাম: হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির: হাফেজ মো. আতাউর রহমান, অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা
ইমাম: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির: মো. নাসিরউল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত: সকাল ৯টা
ইমাম: ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো. আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

চতুর্থ জামাত: সকাল ১০টা
ইমাম: ড. মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির : মো. আলাউদ্দীন, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০.৪৫ মিনিট
ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ, মুফতি ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বির: মো: রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

উল্লেখ্য, যদি কোনো জামাতে নির্দিষ্ট ইমাম অনুপস্থিত থাকেন, তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়