ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৭ মার্চ ২০২৫  
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট

ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিআরটিএ রাজধানীর আব্দুল্লাহপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত দেওয়া হয়।এছাড়া কোটালিপাড়া পরিবহনকে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকিটবিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

এ সময় যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা করা হয় ও কাউন্টারসমূহকে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকিট প্রদান ও যানজট সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিবিঘ্ন করার লক্ষে বিআরটিএর অভিযান চলমান থাকবে।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়