ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

গ্যাসপ্রমকে বাংলাদেশে আরো অনুসন্ধান চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ২০:২২, ২৭ মার্চ ২০২৫
গ্যাসপ্রমকে বাংলাদেশে আরো অনুসন্ধান চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বৃহস্পতিবার চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক। ছবি: পিআইডি

রাশিয়ার জ্বালানি সংস্থা গ্যাসপ্রমকে বাংলাদেশের উপকূল ও সমতলে আরো বেশি অসুন্ধান চালানোর আহ্ববান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।

চার দিনের সফরে চীনে রয়েছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার বোয়াও সম্মেলেনে পার্শ্ব বৈঠকে অধ্যাপক ইউনূস ও আলেক্সেই ওভারচুক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে জ্বালানি অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গম ও সার আমদানি এবং রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, রাশিয়ার বৃহৎ জ্বালানি সংস্থা গ্যাজপ্রমকে অফশোর ও অনশোরে আরো বেশি অনুসন্ধান কার্যক্রম দেখতে আগ্রহী বাংলাদেশ।

আওয়ামী লীগ সরকার পতনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে দেখা দেওয়া অনিশ্চয়তা কেটে গেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাশিয়ার সঙ্গে অর্থসংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করছে।

তিনি জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই বছরের শেষের দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে।

এ সময় আলেক্সেই ওভারচুক বাংলাদেশে আরো বেশি গম ও সার রপ্তানির আগ্রহ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, রাশিয়া থেকে আরো বেশি গম ও সার আমদানি করবে বাংলাদেশ।

আলেক্সেই ওভারচুক দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, “আরো বেশি বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করতে যাক, সেটি আমরা দেখতে চাই।”

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৬ থেকে ২৯ মার্চ প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল চীনে সরকারি সফরে রয়েছে। বোয়াও সম্মেলনে ২৭ মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা।

বেইজিংয়ে প্রধান উপদেষ্টা

 প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটানোর পর সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন।

বোয়াও সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা।

ঢাকা/হাসান/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়