ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

বোয়াওয়ে ব্যস্ততম দিন শেষে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫৮, ২৭ মার্চ ২০২৫
বোয়াওয়ে ব্যস্ততম দিন শেষে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চীনের রাজধানী বেইজিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা অভ্যর্থনা দিয়েছে চীনা সরকার। ছবি: প্রেস সচিবের ফেসবুক প্রোফাইল থেকে

চীনের হাইনান প্রদেশের উপকূলীয় শহরে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ব্যস্ততম দিন কাটিয়ে দেশটির রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বেইজিংকে তাকে লাল গালিচা অভ্যর্থনা দিয়ে বরণ করে করেছে চীন সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক প্রোফাইলে এই তথ্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন শফিকুল আলম।

আরো পড়ুন:

বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টায় বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।

চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সরকারি সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়