ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি মিয়ানমারে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৪:২৯, ২৮ মার্চ ২০২৫
বাংলাদেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি মিয়ানমারে

ভূমিকম্পে মিয়ানমারের রাজধানী নেপিদোতে রাস্তায় ফাটল ধরেছে। ছবি: বিবিসি

রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পকে বড় ধরনের ভূমিকম্প বলে গণ্য করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। এর উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।

মিয়ানমারের প্রতিবেশী দেশ ভারত, থাইল্যান্ড ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৫ মার্চ ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় প্রবল ভূমিকম্প হয়। এর প্রভাব অনুভূত হয়েছে ঢাকা, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাবে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

 

তথ্যসূত্র: বিবিসি অনলাইন

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়