ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

‌‘ডাইক্যা ডাইক্যাও যাত্রী পাচ্ছি না’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৭:০৮, ২৮ মার্চ ২০২৫
‌‘ডাইক্যা ডাইক্যাও যাত্রী পাচ্ছি না’

এবার ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে কিছুটা ভিন্ন চিত্র পাবেন। বিশেষ করে নন কাউন্টার যাত্রীবাহী বাসগুলো ভুগছে যাত্রী খড়ায়। অন্যান্য বছরের তুলনায় ঈদের এ সময়ের চিত্র পুরোপুরি ভিন্ন। নেই যাত্রীর মাত্রাতিরিক্ত চাপ। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ‘ডাইক্যা ডাইক্যাও যাত্রী পাচ্ছি না।’

শুক্রবার (২৮ মার্চ) ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সারি সারি দাঁড়িয়ে আছে মুন্সিগঞ্জ, ভাঙ্গা, বরিশালগামী বাসগুলো। পরিবহনের লোকজন হাঁকডাক দিচ্ছেন যাত্রীর জন্য। বাস যাত্রীপূর্ণ করতে সময়ও লাগছে বেশ।  

গুলিস্তান টু বালিগাঁও রুটের ‘ইলিশ’ পরিবহনের রিয়াদ হতাশার সুরে বললেন, ‘‘যাত্রী নাই। সকাল থেকেই একই অবস্থা। ডাইক্যা ডাইক্যাও যাত্রী পাচ্ছি না। ভাঙ্গা, বরিশালের যাত্রীর চাপ একটু বেশি। তবে অন্য বছরের মতো না।’’

‘‘বিকেলের দিকে যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে। ছুটি এবার আগে শুরু হইছে। এ কারণে যাত্রী কম।’’ রিয়াদের এমনটাই ধারণা। 

ভাড়ার বিষয়ে জানতে চাইলে রিয়াদ বলেন, ‘‘নাহ্ বেশি নেই না। একশ টাকা ভাড়া, একশ ২০ নিচ্ছি। ২০ ঈদের সেলামি।’’

বালিগাঁও যাবেন আমির হোসেন। বললেন, ‘‘টিকিট কেটে রাখিনি। বাস ফ্রি আছে। যাত্রী তেমন নাই, তাই বাস ছাড়তে সময় লাগছে। ভাড়া একটু বেশি নিচ্ছে। যেতে তো হবে।’’
 

মামুন//


সর্বশেষ

পাঠকপ্রিয়