ঈদযাত্রা স্বস্তির, ফেরার সময়েও ভোগান্তি হবে না: উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, এবার সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর আছে। তাই, ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। আশা করছি, ফেরার সময়েও কোনো ভোগান্তি হবে না।
রবিবার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে কাউন্টারে থাকা স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাস মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে জেলা ও হাইওয়ের পুলিশ নিরলসভাবে কাজ করছে।
ঢাকা/হাসান/রফিক