ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মিথ্যা বললে আরোপ হতে পারে নিষেধাজ্ঞা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৩০ মার্চ ২০২৫  
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মিথ্যা বললে আরোপ হতে পারে নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সে কারণে ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

রবিবার (৩০ মার্চ) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাস বলছে, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। কনস্যুলার অফিসাররা আপনার অপরাধ সংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারবেন। ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন—মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়