ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

কমলাপুর স্টেশনে বেড়েছে যাত্রীদের চাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৪২, ৩০ মার্চ ২০২৫
কমলাপুর স্টেশনে বেড়েছে যাত্রীদের চাপ

বাংলাদেশ রেলওয়ে যাত্রী সাধারণের কথা বিবেচনা করে রোববার (৩১ মার্চ) বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। তবে, বিভিন্ন ব্যস্ততার কারণে যারা এখনো ঢাকা ছাড়তে পারেননি, তারা ঈদের আগের দিন নিজ নিজ বাড়িতে ফিরছেন। এসব মানুষের অনেকেই ট্রেনের যাত্রী। তাই, ঢাকার কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীদের চাপ। 

বাংলাদেশ রেলওয়ে যাত্রী সাধারণের কথা বিবেচনা করে রোববার (৩১ মার্চ) বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এদিন সকাল থেকেই প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করেছে।

রেল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। কোনো ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছানোমাত্রই যাত্রীরা তাতে উঠছেন। 

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার আনোয়ার হোসেন বলেছেন, প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়েছে। সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, যেন ট্রেনের ছাদে কেউ উঠতে না পারে। অনেকেই নিয়মের বাইরে গিয়ে ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছেন। আমরা তাদের নামিয়ে দেওয়ার চেষ্টা করছি।”

স্টেশনে অপেক্ষারত চাঁপাই এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ আলী বলেন, “আমাদের ট্রেন এখনো আসেনি। আশা করছি, ট্রেনে ভালোভাবেই উঠতে পারব। তবে, সিট ঠিকমতো পাব কিনা, তা নিয়ে চিন্তায় আছি।”

আরেক যাত্রী হেদায়েত উল্লাহ বলেন, “ট্রেনে সিট পেয়েছি। তবে, মানুষের চাপ বেশি। কেউ কেউ সিট না পেয়ে দাঁড়িয়ে যাত্রা করছেন। এতে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। ঈদ বলে কথা। ঈদের আনন্দ উপভোগ করতে হলে একটু সমস্যা মেনে নিতে হবে।”

ঢাকা/এমআর/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়