ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

ঈদ উদযাপনের পাশাপাশি প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৪০, ৩০ মার্চ ২০২৫
ঈদ উদযাপনের পাশাপাশি প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (ফাইল ফটো)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেছেন, “দীর্ঘ এক মাস আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদ উদযাপনের পাশাপাশি আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে।”

সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত।” যেখানে-সেখানে বর্জ্য না ফেলে, পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সবার প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি সবার শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ঢাকা/এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়