রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবার বঙ্গভবনেই ঈদের নামাজ আদায় করবেন। আর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন।
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন রবিবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করে থাকেন। এতে সরকারের নীতি নির্ধারকসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়ে থাকেন। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায় করবেন বলে তার দপ্তর থেকে বলা হয়েছে। বিকাল ৪টায় তেজগাঁওয়ে মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরই মধ্যে রাজধানীতে জাতীয় ঈদগাহে জামাতের সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।জাতীয় ঈদগাহে প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে। এখানে সকাল সাড়ে ৮টায় হবে প্রধান জামাত।
ইসলামি ফাউন্ডেশনে ধর্ম উপদেষ্টার কাছে একজন সাংবাদিক জানতে চান- রাষ্ট্রপ্রতি ও প্রধান উপদেষ্টা কোথায় ঈদের নামাজ পড়বেন। জবাবে তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহে। মহামান্য রাষ্ট্রপতি পড়বেন বঙ্গভবনে।”
উপদেষ্টাদের কে কোথায় ঈদ করবেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য রাজধানীতে ঈদ উদযাপন করবেন। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ আদায় করে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করতে নিজ নিজ এলাকায় যাবেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ঢাকায় ঈদ করবেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন; বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন; অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকায় ঈদ করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম; নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন; সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী; শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ অন্য উপদেষ্টারাও রাজধানীতে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান রাইজিংবিডিকে বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার রাজধানীতে ঈদের নামাজ আদায় করবেন। এর পরে নিজ জেলা মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাবেন। সেখানে আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেছেন, উপদেষ্টা ফারুক-ই-আজম স্যার রাজধানীতে ঈদের নামাজ আদায় করবেন। পরে তিনি চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।