ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ার প্রত্যয় প্রধান উপদেষ্টার

সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।
যত বাধা আসুক ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আজ দেশের প্রতিটি গ্রামে, বাজারে, গঞ্জে, শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতির পক্ষ থেকে সেখানে যারা শরীক হয়েছেন সবাইকে জানায় ঈদ মোবারক। যারা ঈদের জামাতে শরীক হতে পারেননি তাদেরও জানায় ঈদ মোবারক। মা-বোনেরা, নারীরা যারা ঘরে আছেন তাদের সবাইকে ঈদ মোবারক। প্রবাসীরা যারা দেশে বাইরে থেকে সারা বছর কষ্ট করেন, দেশে ঈদের জামাতে যেতে পারলেন না তাদেরও ঈদ মোবারক। বাংলাদেশিরা যারা বিভিন্ন দেশে আসেন, আমরা তাদের ভুলিনি। তাদেরও ঈদ মোবারক। যারা অসুস্থ, রোগী ঈদের জামাতে অংশ নিতে পারেননি তাদেরও ঈদ মোবারক।”
প্রধান উপদেষ্টা বলেন, “ঈদ নৈকট্যের ভালোবাসার দিন। আমরা যেন এটা গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই ম্যাসেজ সবার কাছে পৌঁছে দিতে হবে। আজ ঐক্য গড়ে তোলার দিন। ঐক্য গড়ে তুলতে হবে। এটাই আমাদের কামনা। আমরা অবশ্যই স্মরণ করবো, প্রার্থনায় রাখবো সেই সব বীর সন্তানদের যারা নতুন বাংলাদেশ গড়তে জীবন দিয়ে অবদান রেখেছেন। যারা আহত হয়েছেন, স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত, এ দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন উৎসর্গ করেছে। তাদের রোগ মুক্তির জন্য দোয়া করবো।”
প্রধান উপদেষ্টা বলেন, “প্রার্থনা করি, যেন ঐক্য এবং নৈকট্য নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। দেশের জন্য যারা আত্মত্যাগ করে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আত্মহুতি দিয়েছে তাদের স্মরণে মোনাজাত করি। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবো। যত বাধা আসুক ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশ গড়বো।”
এরপর জাতির মঙ্গল কামনায়, মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। ঈদ জামাতে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
ঢাকা/মামুন/রায়হান/ইভা