লালমনিরহাটে ম্যুরাল ভাঙার প্রতিবাদ জানাল উদীচী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

লালমনিরহাটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত ম্যুরালের একাংশ জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সোমবার (৩১ মার্চ) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
তারা বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাসের স্মারক ম্যুরালটি কোনো ঘৃণ্য উদ্দেশ্যে ভাঙা হয়েছে তা তদন্ত করে বের করতে হবে এবং জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। একইসাথে কালবিলম্ব না করে ম্যুরালটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবিও জানান তারা।
উল্লেখ্য লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্কের পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত ম্যুরালটি এবার স্বাধীনতা দিবসের আগে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও ম্যুরালটি একইভাবে ঢেকে দেওয়া হয়েছিল। তখন মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছিলেন।
ম্যুরালটিতে বায়ান্নর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার, ৭১-এর গণহত্যা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণসহ জাতির গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা চিত্রিত ছিল।
ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, জাতীয় স্মৃতিসৌধসহ কিছু ছবি অপসারণ করা হয়েছে।
ঢাকা/মামুন//