রাজধানীতে ব্যাটারি কারখানা সিলগালা

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বায়ুদূষণকারী বেশকিছু ব্যাটারি কারখানা সিলগালা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ মার্চ) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত মান্ডা, গ্রিন সিটির পেছনের এলাকা, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানার পুলিশসহ স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ফলে ব্যাটারি কারখানা আর নেই। কেউ নতুন করে ব্যাটারি কারখানা করলে ভ্রাম্যমাণ আদালতকে জানাবেন তারা।
ওই এলাকাগুলোতে অবৈধ সীসা ব্যাটারির কারখানাগুলো থেকে ধোঁয়া নির্গত বায়ুদূষণ ঘটাচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে দূষণকারী ব্যাটারি কারখানা বন্ধ করে দেয়।
ঢাকা/এএএম/রফিক