রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর আরামবাগে একটি ভবনের ছয় তলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ রিপন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ছাদ থেকে পড়ে যান রিপন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রিপনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার ভাই আব্দুর রহমান। তিনি বলেন, “আমার ভাই পাঠাও চালক ছিল। সে আরামবাগ স্কুলের পাশে মিয়াজান গলিতে ফুফাতো ভাই মাহবুবের বাসায় বেড়াতে যায়। ওই বাসার ৬ তলার ছাদে ওঠার পর সেখান থেকে হঠাৎ নিচে পড়ে যায়।” রিপনের বাসা লালবাগের শেখ সাহেব বাজারের কাছে। তার বাবা মৃত হোসেন মিয়া।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানিয়েছেন, রিপনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা/রফিক