ঢাকা     শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, আটক ২

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২ এপ্রিল ২০২৫  
লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, আটক ২

লিবিয়ার মিসরাতা শহরে অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ অভিযানে অপহরণকারী চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, অপহরণের ঘটনায় মিসরাতার আল-গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করার পর অভিযান চালিয়ে অপহৃতদের মুক্ত করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।

দূতাবাস আরো জানায়, দ্রুত ও কার্যকর অভিযানের জন্য মিসরাতার আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়