তরুণদের উদ্দেশে ড. ইউনূস
বিশ্বকে বদলাতে হলে নিজ গ্রাম থেকে শুরু করুন
কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক ইয়্যুথ জেনারেশন ফোরামের সম্মেলনে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় বেলা ৩টায় বিমসটেক ইয়্যুথ জেনারেশন ফোরামের সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই পরামর্শ দেন তিনি।
তরুণদের জন্য আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, “নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে। নতুন সভ্যতা গড়তে হলে নতুন পথ বেছে নিতে হবে।”
এই প্রজন্মের তরুণরা পৃথিবীর যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করে অধ্যাপক ইউনূস তাদের শুরুতে ক্ষুদ্র পরিসরে ব্যবসা চালু করার পরামর্শ দেন।
তিনি বলেন, “তুমি একবারে রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা কর।”
তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করা ভুল পথ।”
তিনি সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও নতুন উদ্যোক্তাদেরও প্রশ্নের উত্তর দেন ড. ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ড. ইউনূস ভারতসহ এই জোটের সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা/হাসান/রাসেল