ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বিমসটেকে এক টেবিলে খলিল-দোভাল আলাপচারিতা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ৩ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৩৯, ৩ এপ্রিল ২০২৫
বিমসটেকে এক টেবিলে খলিল-দোভাল আলাপচারিতা

বিমসটেকের নৈশভোজে একই টেবিলে আলাপরত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ছবি: প্রেস সচিব

থাইল্যান্ডের ব্যাংককে চলমান বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে একই টেবিলে দেখা যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম খলিলুর রহমান ও অজিত দোভালের মধ্যে আলাপচারিতা কয়েকটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। 
শফিকুল আলম লিখেছেন, “তারা পরস্পরের সঙ্গে ভাবনা ভাগাভাগি করছেন।”

বাংলাদেশর কূটনীতিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। আর ভারতের জাতীয় নিরাপত্তা ও জরুরি সংকট মোকাবিলায় মোদির বিশ্বস্ত শীর্ষ কর্মকর্তা হিসেবে দেখা যায় অজিত দোভালকে। নিজ নিজ নেতার সফরসঙ্গী বিসমটেক সম্মেলনে অংশ নিয়েছেন তারা।

আরো পড়ুন:

বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক শীলতার মধ্যে খলিল-দোভালের একই টেবিলে উপস্থিতি নতুন বার্তাই দিচ্ছে। শুক্রবার বিমসটেক সম্মেলনে পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

“বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে,” বলেন শফিকুল আলম।

ঢাকা/হাসান/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়