প্রত্যাবাসনের জন্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার তালিকা চূড়ান্ত করেছে মিয়ানমার

ফাইল ফটো
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার জনকে প্রত্যাবাসনের জন্য চূড়ান্ত করেছে মিয়ানমার।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় দফায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল। সেই তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসের জন্য যোগ্য বলে বিবেচনা করে তালিকা চূড়ান্ত করা হয়েছে। ছবি ও নাম যাচাই করে আরো ৭০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য বাছাই করা হচ্ছে।
মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী আরো নিশ্চিত করেছেন যে, মূল তালিকার বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে যাচাইয়ের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দুর্গতদের জন্য বাংলাদেশ আরো মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।
ঢাকা/রফিক