পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান
বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। কর্মসূচি ঘিরে পিলখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশেপাশে অবস্থান নেন। এতে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশ নিতে দেখা যায়।
এ সময় পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে প্রস্তুত রাখা হয়েছে রায়টকার ও জল কামান।
আন্দোলনের অংশে নেওয়া বিডিআর সদস্যদের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই-আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোন বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
ঢাকা/এমআর/টিপু