ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

ভিয়েতনাম থেকে এল ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৭ এপ্রিল ২০২৫  
ভিয়েতনাম থেকে এল ১২ হাজার ৭০০ মেট্রিক টন চাল 

সরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সোমবার (৭ এপ্রিল) এসব চাল বহনকারী জাহাজ এমভি এমডি সী চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। 

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ভিয়েতনাম থেকে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করতে গত ৩ ফেব্রুয়ারি সরকারি পর্যায়ে চুক্তি করা হয়। চুক্তি মোতাবেক ইতোমধ্যে ৬০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে।

ঢাকা/এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়