মার্কিন দূতাবাসের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকার মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে
গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। সেইসঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূতাবাস ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ডিএমপির গুলশান জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ রাইজিং বিডিকে বলেন, “কোন শঙ্কা নেই, তারপরও আমরা সতর্ক অবস্থান নিয়েছি। যাতে কোন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।”
দুপুর সোয়া দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানারে অংশ নেওয়া মানুষ সেখানে বিক্ষোভ করছিলেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সারাদেশে অবরুদ্ধ গাজায় হানাদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি ক্ষোভ জানিয়ে মিছিল ও ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে এ কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকা/এমআর/টিপু