শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে অধ্যাপক ইউনূসের ধন্যবাদ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “প্রেসিডেন্ট, শুল্কে ৯০ দিনের বিরতিতে আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। ”
তিনি আরো বলেন, “আমরা আপনার বাণিজ্যিক এজেন্ডার প্রতি সমর্থন জানিয়ে আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনায় দুটি বড় পরিবর্তন ঘোষণা করেছেন। তার ঘোষণা অনুযায়ী, চীন বাদে অন্যান্য দেশের ওপর আরোপ করা উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। এতে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ কর আরোপ করা হয়।
পরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। সোমবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে চিঠি দেন।
ঢাকা/হাসান/ইভা