ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

মার্চ ফর গাজা কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০৭, ১২ এপ্রিল ২০২৫
মার্চ ফর গাজা কর্মসূচি শুরু

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়। তবে সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন লোকজন। এসময় তাদের হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনি পতাকা দেখা গেছে।

‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ফিলিস্তিন জিন্দাবাদ ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ এমন স্লোগান স্লোগানে মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা।

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতি জোরদারের লক্ষ্যে এই 'মার্চ ফর গাজা' কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা/রায়হান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়