ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অসুস্থ হওয়া ১৪ জন ঢাকা মেডিকেলে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১২ এপ্রিল ২০২৫  
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অসুস্থ হওয়া ১৪ জন ঢাকা মেডিকেলে

ইসরায়েলি বর্বরতায় নজিরবিহীন নিপীড়ন ও ধ্বংস-মৃত্যুর মধ্যে বসবাস করা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং হামলার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়া ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন, মাওলানা মোক্তার হোসেন (৩০), সোলায়মান (২০), আবু সুফিয়ান (১৭), রনি (৩০), মিলন (৩৪), ইয়াসিন (২২), বিপ্লব (৩০), মাসুদ (২২), সজল (২৮), জুয়েল (৩৫), সোহেল (২৩)। বাকি তিনজনের নাম জানা যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষে তাদের চিকিৎসা চলছে।

আরো পড়ুন:

শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বিশেষ মোনাজাতের মাধ্যমে বিকাল ৪টার দিকে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

এসময় উপস্থিত জনতা ‘আমিন, আমিন’ ধ্বনি দেন। অশ্রুসজল লাখো মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসলায়েলি নিপীড়ন বন্ধে আল্লাহর করুণা কমনা করেন।

মোনাজাত শেষে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া শুরু করে মানুষ। সকাল থেকে যেমন উদ্যানমুখী মানুষের স্রোত ছিল, ফেরার সময়ও ঢাকার সব সড়কে জনস্রোত দেখা যায়।

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আয়োজন করে। কর্মসূচি থেকে পদযাত্রা বাদ দেওয়া হলেও সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জমায়েত হয়। ঢাকার সব রাস্তা যেন মিলে যায় উদ্যানে। 

এর আগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সি মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়। পিক-আপ, ট্রাকে মিছিল নিয়ে আসে বহু মানুষ। দলে দলে হেঁটে আসতে দেখা যায় অনেক মানুষকে।

মানুষের স্রোতের মধ্যে পড়ে এবং ভ্যাপসা গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে যাদের অবস্থা কিছুটা খারাপ হয়ে পড়ে, তাদের হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা/রায়হান/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়