নববর্ষের শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিদেশিরাও

বাংলা বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় এবার বাংলাদেশের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তারা নিজ নিজ সংস্কৃতির প্রতীক বহন ও ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে শোভাযাত্রাকে আরো বর্ণিল করে তুলেছেন। শুধু বাংলাদেশিরা নন, শোভাযাত্রায় অংশ নিয়ে নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেছেন একঝাঁক বিদেশি শিক্ষার্থী ও পর্যটকও।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছে। এটি শাহবাগ মোড়, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।
শোভাযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিগত সম্প্রীতির অনন্য উদাহরণ।
শোভাযাত্রায় সাতটি বড়, সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফসহ মোট ২১টি মোটিফ রয়েছে। মূল মোটিফ হলো ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এছাড়া, পায়রা, মাছ, বাঘ ও মুগ্ধর পানির বোতলের মোটিফ রয়েছে।
ঢাকা/মামুন/রফিক