ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

‘উৎসবের উচ্ছ্বাসে আজ মেতেছে সারা দেশ’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১৪ এপ্রিল ২০২৫  
‘উৎসবের উচ্ছ্বাসে আজ মেতেছে সারা দেশ’

চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয় `বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা`।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। 

সেখানে তিনি লেখেন, “এই ভুখণ্ডে নতুন বছর আসে কেবল বাঙালির জন্য, এই উৎসব তাই কেবল বাঙালির প্রাণের উৎসব’- এই বছর থেকে এই ক্ষুদ্রতা থেকে আমাদের মুক্তি ঘটবে এই প্রত্যয়ে অগণিত প্রাণের এই শোভাযাত্রা। চাকমা, মারমা, গারো, বাঙালিসহ ২৮টি জাতিগোষ্ঠীর উৎসবের উচ্ছ্বাসে আজ মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ। বাংলাদেশের প্রাণের উৎসবে সবাইকে শুভেচ্ছা।”

এদিকে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এতে যুক্ত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি এবার আয়োজিত হয়েছে নতুন নামে। আগে 'মঙ্গল শোভাযাত্রা' নামে এই শোভাযাত্রা হলেও এবার এটিকে বলা হচ্ছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'। তবে নাম পরিবর্তন কারণে ভাটা পরেনি এই শোভাযাত্রার আমেজে।

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়