রাজধানীর বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা

বৈশাখী মেলায় ট্রেন, নাগরদোলা ও দোল খাওয়া সাম্পানে শিশুদের ভিড় লেগেছে
আজ (সোমবার, ১৪এপ্রিল) পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে বৈশাখী মেলা। এসব মেলা চলবে কয়েকদিন। মেলায় আছে বাহারি খাদ্যসামগ্রী এবং বিনোদনের নানা অনুষঙ্গ।
রাজধানীর রায়েরবাগ, পোস্তগোলা, ডেমরা, বংশাল, যাত্রাবাড়ী, মিরপুর, শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় মেলার আয়োজন করা হয়েছে।
শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মেলা ঘুরে দেখা গেছে, এখানে বিভিন্ন মুখরোচক খাদ্যসামগ্রীর পাশাপাশি ভুভুজেলা, বাঁশি, পুতুল, ঝুনঝুনি, প্লাস্টিকের হাড়ি-পাতিলসহ শিশুদের জন্য নানা ধরনের খেলনা বিক্রি করা হচ্ছে। মেলায় পাওয়া যাচ্ছে রঙ-বেরঙের পোশাক, হস্তশিল্প পণ্য, মাটির তৈজসপত্র, মাটির গয়নাসহ নানা রকম অলঙ্কার। ঐতিহ্যবাহী মুড়ি-মুড়কি, বাতাসা, মোয়া, লাড্ডু, কদমাসহ বিভিন্ন মিষ্টান্ন বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। শিশুরা মেতে আছে ট্রেন, নাগরদোলা ও দোল খাওয়া সাম্পানে।
কাজলা থেকে মেলায় আসা আমল হক বলেন, ছেলে-মেয়েদের নিয়ে এসেছি। রাজধানীতে শিশুদের জন্য খেলাধুলার মাঠ নেই। কিন্তু, তারা বাসায় সারা দিন বসে থাকতে চায় না। আজ পহেলা বৈশাখে ছুটি পেয়েছি, তাই তাদের নিয়ে মেলায় এসেছি। শিশুদের হৈ-হুল্লোড় দেখে বোঝা যায়, আজ তারা কতটা আনন্দিত।
যাত্রাবাড়ী থেকে মেলায় এসেছে পঞ্চম শ্রেণির ছাত্র রাকিব উদ্দিন। সে বলে, বাসার কাছেই মেলা, তাই একাই চলে এসেছি। আমি ট্রেনে এবং দোল খাওয়া সাম্পানে উঠেছি। কদমা ও জিলাপি নিয়ে বাসায় যাব।
মেলার দোকানদার সুজন হাওলাদার বলেন, আয়োজকরা জানিয়েছেন, মেলা ১০ দিন থাকবে। আমি খেলনা ও খাবারের দোকান দিয়েছি। সকাল থেকেই বেশ ভিড়। বেচাকেনাও ভালো।
ঢাকা/এএএম/রফিক