ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বৈশাখে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উচ্ছ্বাস 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৪২, ১৪ এপ্রিল ২০২৫
বৈশাখে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উচ্ছ্বাস 

ছবি: রাইজিংবিডি

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের নববর্ষ উদযাপন। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে মহাসমারোহে পালিত হচ্ছে দিনটি। সরকারি ছুটির দিন হওয়ায় পয়লা বৈশাখের আমেজ ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে গিয়ে দেখা যায়, চিড়িয়াখানার প্রধান ফটকের সামনে প্রচণ্ড ভিড়। প্রাণী ও পাখির খাঁচাগুলোর সামনে মানুষের ভিড়। নারায়ণগঞ্জ সদর থেকে বাবা-মা ও দুই ছেলে-মেয়ে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন মোহাম্মদ হোসেন। তিনি বলেন, “একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি।পয়লা বৈশাখ ও  ঈদে ছুটি পাই।  ঈদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নববর্ষে আজ সবাই চিড়িয়াখানায় ঘুরতে এসেছি।”

আরো পড়ুন:

কথা হয় দর্শনার্থী মরজিনা আহসানের সঙ্গে। তিনি বলেন, “সকালে ভাই-বোনরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসেছি। সবাইকে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এলাম।”

সানাউল হক নামের একজন দর্শনার্থী বলেন, “ঈদের সময় বাবা অসুস্থ থাকায় হাসপাতালে থাকতে হয়েছে। ছেলে-মেয়ে নিয়ে কোথাও ঘুরতে যাইনি। আজ পয়লা বৈশাখ বের হয়েছি।”

জাতীয় চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, বানর, জলহস্তী, কুমির, সাপ, ইম্পালা, গয়াল,উট পাখি, লামা, ময়না, টিয়া, ক্যাঙারু, জিরাফ, জেব্রা, হাতি, ময়ূর, উটপাখি, ইমু, শঙ্খচিল, কুড়াবাজ, তিলাবাজ, গন্ডার, হায়েনাসহ ১৩৬ প্রজাতির তিন হাজার ৩৪টি প্রাণী ও পাখি রয়েছে চিড়িয়াখানায়।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, “জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় আজ। সরকারি ছুটি হওয়ায় আজ দর্শনার্থীর চাপ বেশি। চিড়িয়াখানার ভেতরে ধুলা যাতে না হয়, সে কারণে  নিয়মিত পানি ছিটানো হয়।” 

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়