ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

রাজধানীতে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:৪৭, ১৫ এপ্রিল ২০২৫
রাজধানীতে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল, শাহবাগ ও বিমানবন্দর এলাকা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৪টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে থেকে নাম না জানা (৪৫) নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসক ভোর সাড়ে ৫ টার দিকে ওই নারীকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, “রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল সোনারগাঁও হোটেলের সামনের রাস্তার পাশ থেকে নাম না জানা এক নারীকে উদ্ধার করি। পরে আইনে প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসক ওই নারীকে মৃত বলে জানান।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মারা যান। সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে মারা যাওয়া নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।”

এছাড়া, বিমানবন্দর থার্ড টার্মিনালের পূর্ব পাশ থেকে ৪০ বছর বয়সী নাম না জানা এক ব্যক্তির মরদহ উদ্ধার করেছে পুলিশ। 

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালের পূর্ব পাশের রাস্তার পাশ থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরো বলেন, “মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরনে ছিল লুঙ্গি ও একটি টি শার্ট।”

অপর ঘটনায় রাজধানীর শাহবাগের ঢাকা মেডিকেল প্রশাসন ভবনের পূর্ব পাশের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে সোমবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করি। যুবকের শরীরে পচন ধরায় আইনি প্রক্রিয়া শেষে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি আরো বলেন, “ঘটনাস্থল আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পারি, মারা যাওয়া যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। ধারণা করা হচ্ছে, অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে।”

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়