ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বৃষ্টির মধ্যেও সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:০৩, ১৬ এপ্রিল ২০২৫
বৃষ্টির মধ্যেও সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ

ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

ছয় দফা দাবিতে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঝড়-বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। 

বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে তারা বিক্ষোভ করছেন। 

ঢাকা: আজ সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। 

এসময় দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দেন। সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। 

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “এর আগে আমাদের দাবি পূরণে আশ্বাস দেওয়া হলেও কাজ করা হয়নি। অনতিবিলম্বে আমাদের দাবি পূরণ করা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।” 

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)) ইবনে মিজান রাইজিংবিডিকে বলেন, “ছয় দফা দাবিতে সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”  

একই দাবিতে মিরপুরেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

মিরপুর ট্রাফিক বিভাগের উপ- কমিশনার মোহাম্মদ রাহাত গাওহারী বলেন, “পলিটেকনিকের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করেন। যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।”

মোহাম্মদপুরের গ্রাফিক্স আর্ট কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে দুপুর পৌনে ১২টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের সামনে সড়ক অবরোধ করেন।

খুলনা: একই দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন তারা। এসময় শিক্ষার্থীরা খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে দেয়। তাদের অবরোধের ফলে খুলনা স্টেশন আটকা পড়ে চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেস।

খুলনা রেলস্টেশন মাষ্টার জাকির হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘‘সকাল সোয়া ৯টার দিকে রূপসা এক্সপ্রেস খুলনা স্টেশন থেকে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে পৌঁছালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ট্রেনটি আটকে দেয়। এর ফলে, খুলনা স্টেশনে আটকা পড়েছিল ঢাকাগামী চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেস।”

তিনি আরো বলেন, “তাৎক্ষণিক রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

বরিশাল: ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় জড়ো হতে থাকেন। এতে ঢাকা-বরিশালসহ ২২টি রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়কে অবস্থান উঠিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলে তারা সড়ক ছাড়েন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন শিকদার দুপুর সাড়ে ১২টার দিকে জানান, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহী: ছয় দফা দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা। 

বুধবার দুপুর ১২টা থেকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করেন তারা। ফলে তিনটি ট্রেন আটকে আছে। অবরোধের ফলে কার্যত রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

এ দিন দুপুরে কারিগারি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভদ্রা মোড়ে যান। এরপর শিক্ষার্থীদের একাংশ সড়কের একাংশ অবরোধ করেন। অপর একটি অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ে নানা স্লোগান দেন। 

কারিগারি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন


আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে নানামুখী অনিয়ম, বৈষম্য ও অদূরদর্শী নীতির কারণে এ খাতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুল হক হিমেল রাইজিংবিডিকে বলেন, “রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন নেই। তবে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ও গোপালগঞ্জ থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের রাজশাহী ঢোকার কথা ছিল। রেলপথ অবরোধ থাকায় ট্রেনগুলো রাজশাহী ঢুকতে পারছে না। আগের কয়েকটি স্টেশনে ট্রেন তিনটি থেমে আছে।” 

চট্টগ্রাম: ছয় দফা দাবিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নগরের দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে সড়ক অবরোধ করেন। 

শিক্ষার্থীরা বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এর আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। মানববন্ধন-সমাবেশ করা হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আবারও আন্দোলনে নামতে হয়েছে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে নগরের মুরাদপুর, দুই নাম্বার গেট, জিইসি মোড়, টেকনিক্যালসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শতশত মানুষকে চরম দুর্ভোগ পড়তে হয়। 

ময়মনসিংহ: একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

আজ দুপুর ১২টা থেকে দিঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এর আগে ক্লাস পরীক্ষা বর্জন করে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস মোড়ে যান শিক্ষার্থীরা। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাইপাস মোড়ে অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রংপুর: বুধবার দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী আন্দোলন করেন। এর ফলে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সমাবেশে বক্তব্য দেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান, ইলেকট্রিক্যাল বিভাগের সাব্বির হোসেন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ২১ শিক্ষাবর্ষের ফুয়াদ। তারা জানান, ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম এবং রংপুর মহানগর ট্রাফিক পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার মৌখিক আশ্বাস দিলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন শিক্ষার্থীরা।

সিলেট: সিলেট নগরীর চন্ডিপুল পয়েন্টে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে এক ঘণ্টার বেশে সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন ধরে সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

নরসিংদী: ছয় দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় সড়ক অবরোধ করেন নরসিংদীর সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই দিকে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষণ করে এই ছয় দফা দাবি জানিয়ে আসছেন তারা। পরে দুপুর দেড়টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। 

কুমিল্লা: একই দাবিতে কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। অবরোধে শহরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সরকারি বেসরকারি শিক্ষার্থীরা অংশ নেন। 

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক রাইজিংবিডিকে বলেন, “সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল হবে সড়ক।”

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার সৈয়দ রেফাঈদ আবিদ রাইজিংবিডিকে বলেন, “ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম  মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লার বিভিন্ন  পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা বলেছি, তোমাদের মধ্য থেকে কয়েকজন চলো জেলা প্রশাসন কার্যালয়ে, শিক্ষা উপদেষ্টার কাছে তোমাদের দাবিগুলো পৌঁছে দিই। তারা রাজি হয়নি।” 

শিক্ষার্থীরা বলছেন, “আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।”

মুন্সীগঞ্জ: ছয় দফা দাবিতে মুন্সীগঞ্জের মুক্তারপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের মুক্তারপুর ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর ঢালের সড়কে অবস্থান নেন। পরে তারা সড়ক থেকে সরে যান।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ পলিটেকনিকের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে গাছের গুড়ি ফেলে ও রাস্তায় বসে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

গোপালগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজিস ৭ম পর্বের শিক্ষার্থী মো. ফয়সাল কবির জানান, তাদের ৬ দফা দাবি মেনে নিতে হবে কর্তৃপক্ষকে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসপান বলেন, “এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিরদের সঙ্গে জেলা প্রশাসক কথা বলবেন। আশা করি, সমস্যার সমাধান দ্রুত হবে।”

দিনাজপুর: ছয় দাবিতে সড়কপথ ও রেলপথ অবোধ করে বিক্ষোভ করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। 

আজ সকাল ১১টার দিকে দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মুখ সড়ক অবরোধ করেন তারা। পরে শিক্ষার্থীরা রেলপথও অবরোধ করেন।

শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়াররিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে।

ফরিদপুর: দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (১৬ এপ্রিল) সকালে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফরিদপুর কলেজ বাইতুল আমান রেলস্টেশনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে তারা দাবি পূরণের জন্য স্লোগান দিতে থাকেন। পরে, তারা রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। প্রায় ৫-৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখার পর পুলিশের মধ্যস্থতায় শিক্ষার্থীর অবরোধ তুলে নেন। 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানানোর পর পুলিশ ও কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করে নেয়।  

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ দুপুর সা‌ড়ে ১২টা হতে আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা রাবনা বাইপাস এলাকা অবরোধ করে রাখেন। ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি হাইকোর্ট ৩০ শতাংশ পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নোতির পক্ষে রায় দেন। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিতে পারছে না। হাইকো‌র্টের রায় বা‌তিল কর‌তে হ‌বে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে। ছয় দফা যে দাবি ঘোষণা করা হ‌য়ে‌ছে, সেটা বাস্তবায়ন কর‌তে হ‌বে।

চাঁপাইনবাবগঞ্জ: ছয় দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ১০টার দিকে বারঘরিয়ার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অবস্থান নেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস পেয়ে দুপুর দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী মো. জাহিদ হাসান জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দিয়ে সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছেন। আদালতের এই রায়ে তারা সন্তুষ্ট নন। তারা এই রায় বাতিল চান। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, তাদের দাবিগুলোর বিষয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে প্রশাসনের মতবিনিময় হয়। এরপরই তারা সড়ক অবরোধ তুলে নেন। 

লক্ষ্মীপুর: একই দাবিতে বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়করে ঝুমুর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষার্থীরা। তারা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদরে অবৈধ পদোন্নতির রায় হাইর্কোট কর্তৃক বাতলিসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরর্বিতন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে।

এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা। 

ঢাকা/ইভা/মাসুদ 


সর্বশেষ

পাঠকপ্রিয়