ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির টানা তিন দিনের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৪৫, ১৬ এপ্রিল ২০২৫
মিরপুরে ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির টানা তিন দিনের অভিযান

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে মিরপুরে তিন দিন টানা অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী সপ্তাহে মিরপুর ১ নম্বর থেকে ১৩ নম্বর পর্যন্ত এলাকাজুড়ে দিন-রাত চলবে এ অভিযান। 

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মিরপুর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক গণশুনানিতে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, “একদিন অভিযান চালিয়ে বসে থাকব না। ফুটপাত ও রাস্তা দখল করে আর ব্যবসা চলবে না। বৈধ ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে, সব ধরনের সহযোগিতা করা হবে।”

গণশুনানিতে তিনি আরো বলেন, ‘‘আগামী মাসের মধ্যে মিরপুরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে অভিযান চালানো হবে। এ ছাড়া, হোল্ডিং ট্যাক্স পরিশোধে নাগরিকদের সুবিধার্থে আয়োজন করা হবে ট্যাক্স মেলা। সেখান থেকে রিবেটও পাবেন করদাতারা।’’

নাগরিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, “ট্রেড লাইসেন্স এখন অনলাইনে হচ্ছে। ঘরে বসেই করা যাচ্ছে, ঘুষ লাগে না। জন্ম নিবন্ধনকেও পুরোপুরি অনলাইনে আনতে কাজ চলছে।”

মশা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদারের আশ্বাস দিয়ে তিনি জানান, প্রতিটি এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নাম ও মোবাইল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাজ না করলে সরাসরি অভিযোগ করা যাবে, প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির ৪ নম্বর অঞ্চলের গণশুনানিতে ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা মশার উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট বন্ধ, জলাবদ্ধতা, অটোরিকশার দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন।

ঢাকা/আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়