ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৯ এপ্রিল ২০২৫   আপডেট: ০৮:১৬, ২০ এপ্রিল ২০২৫
বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা

বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ কিংবা লোড বৃদ্ধি বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এমন পরিস্থিতিতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে প্রতারকচক্র টাকা হাতিয়ে নিচ্ছে জানিয়ে সতর্ক করে দিয়েছে তিতাস গ্যাস।

শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে সতর্ক করেছে তিতাস।

ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারকচক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো। প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়