শহীদ পরিবারের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ: মীর স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
শহীদদের পরিবারের নিরাপত্তা ছিল রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা প্রদান করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসব কথা বলেন। গতকাল রাতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের এক শহীদের কলেজছাত্রী মেয়ের (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে দেখতে হাসপাতালে যান স্নিগ্ধ।
আরো পড়ুন: ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এ সময় তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এতদিনে রাষ্ট্রের উচিত ছিল শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, এই মৃত্যু প্রমাণ করে শহীদদের পরিবারের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে।”
এ সময় তিনি আরো বলেন, "আজকের ঘটনা আমাদেরকে কঠিন সত্যের সামনে দাঁড় করিয়েছে। যদি শহীদ পরিবারের সদস্যরা নিরাপদ না থাকেন, তাহলে আমাদের সমাজে আর কেউ নিরাপদ থাকবে না।"
শহীদ পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারকে কঠোর সমালোচনা করেন তিনি।
ঢাকা/রায়হান/ইভা