ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি, রাষ্ট্র নয়: সংস্কৃতি উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:১৮, ২৮ এপ্রিল ২০২৫
ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি, রাষ্ট্র নয়: সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অভিনেতা ইরেশ যাকেরের নামে এক ব্যক্তি মামলা করেছেন, এটি রাষ্ট্রপক্ষ বা সরকারের মামলা নয়। এখন সবাই মামলা করার স্বাধীনতা পেয়েছেন। তবে, কেউ কেউ এ স্বাধীনতার অপব্যবহার করছেন। আমি বিশ্বাস করি, পুলিশ সঠিক তদন্ত করবে এবং সত্য-মিথ্যা যাচাই করে যথাযথ পদক্ষেপ নেবে।

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমি এখন সরকারের অংশ, অ্যাক্টিভিস্ট নই। তাই, কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি, তিনি জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ছিলেন। তাই, এ মামলা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, ইরেশ যাকেরের নামে মামলা ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং।

রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২০ এপ্রিল মাহফুজ আলম শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

 ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়