একুশে বইমেলার তারিখ ৪ নভেম্বরের মধ্যে ঘোষণার আল্টিমেটাম
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’-এর সংবাদ সম্মেলন
অমর একুশে গ্রন্থমেলা স্থগিতের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে সরকারকে ৪ নভেম্বরের মধ্যে স্পষ্ট ঘোষণা দিতে আল্টিমেটাম দিয়েছে ‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’। সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বইমেলা বন্ধের সিদ্ধান্ত যদি প্রত্যাহার না হয়, কবি-লেখক-পাঠক রাস্তায় নামবেন। প্রয়োজনে সরকারের বাধা ডিঙিয়ে ফেব্রুয়ারিতেই মেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান বলেন, ‘‘আমরা সরকারকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। স্পষ্ট করে জানাতে হবে, কবে থেকে বইমেলা শুরু হবে। আমরা ১ ফেব্রুয়ারি থেকেই শুরু করতে চাই। যদি সরকার বাধা দেয়, আমাদের লাশের ওপর দিয়েই অমর একুশে গ্রন্থমেলা বন্ধ করতে হবে।’’
মোহন রায়হান অভিযোগ করে আরো বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের কারণে বইমেলার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কিন্তু অতীতের সরকারগুলো রোজা ও নির্বাচনকালেও মেলার আয়োজন করেছে।’’
তিনি প্রশ্ন তোলেন, জনগণের নিরাপত্তা সরকার দেয় না, জনগণই নিজেদের নিরাপত্তা দেয়। তাহলে এখন ভয়টা কিসের?
‘‘নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জন্য বইমেলা হতে পারে সুবর্ণ সুযোগ। প্রার্থীরা মেলায় এসে প্রচারণা চালাতে পারবেন, পাঠকদের সঙ্গে দেখা করতে পারবেন। তাহলে ভয় কিসের?’’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কার্যকরী সদস্য খন্দকার শাহ আলম বলেন, ‘‘সরকার যদি স্থগিতাদেশ প্রত্যাহার করে যথাসময়ে মেলার আয়োজন করে, তাহলে তা হবে শুভবুদ্ধির পরিচয়।’’
সরকার মহান একুশের চেতনা ও ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আবুল বাশার ফিরোজ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি কবি কামরুজ্জামান এবং একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান প্রমুখ।
ঢাকা/এএএম//