তথ্য কমিশনে দুই কমিশনার নিয়োগ
শফিক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সচিবালয় প্রতিবেদক : তথ্য কমিশনে দুজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
নবনিযুক্ত দুই তথ্য কমিশনার হলেন, তথ্য কমিশনের সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর খুরশিদা বেগম সাঈদ।
তথ্য অধিকার আইন-২০০৯ এর ধারা ১৫(১) অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই দুই তথ্য কমিশনারকে নিয়োগ দেন।
তাদের পদমর্যাদা, বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে।
রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৪/শফিক/রফিক
রাইজিংবিডি.কম