মঙ্গলবার সৌদি যাচ্ছেন নতুন রাষ্ট্রদূত গোলাম মসিহ
লোকমান || রাইজিংবিডি.কম
গোলাম মসিহ
সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসিহ মঙ্গলবার রিয়াদ পৌঁছবেন। বৃহস্পতিবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বাংলাদেশের আনুষ্ঠানিকতা শেষে আগামী মঙ্গলবার গোলাম মসিহ বাংলাদেশ বিমানের (বিজি ০৩৯) ফ্লাইটে সৌদি আরব পৌঁছবেন। সেদিন স্থানীয় সময় ভোর ৫ টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।
গোলাম মসিহের জন্ম নারায়ণগঞ্জ জেলার সোনারগাও পৌরসভার খাগুটিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল আওয়াল। ব্যক্তিগত জীবনে গোলাম মসিহ তিন কন্যা সন্তানের জনক।
তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লন্ডনে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে চাকরি করেন।
এ ছাড়া যুক্তরাজ্যে গ্যাস, ফ্রান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল এটমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি। তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগেও কাজ করেছেন।
গোলাম মসিহ ১৯৮৬ সালে লন্ডনে থাকা অবস্থায় তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে দলের চেয়ারম্যান এরশাদ মসিহকে দল থেকে বহিষ্কার করলে তিনি জাতীয় পার্টির আরেক বহিষ্কৃত নেতা কাজী জাফর আহমেদের সঙ্গে যোগ দেন। ৫ জানুয়ারির নির্বাচনের পর রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা নির্বাচিত হলে তাকে ফিরিয়ে এনে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন।
সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন গোলাম মসিহ। সরকার সম্প্রতি শহীদুলকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলে পদটি শূন্য হয়।
রাইজিংবিডি/সৌদি আরব/১৩ ফেব্রুয়ারি ২০১৫/লোকমান/সাইফুল
রাইজিংবিডি.কম